দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

- আপডেট সময় : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঁশমুলি, কাঁদামাটি দিয়ে তৈরি প্রতিমাকে রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীদের দম ফেলার ফুরসত নেই। এদিকে, শরতের শুভ্রতা জানান দিচ্ছে দেবীদুর্গা আসছেন আবার। এবার দুর্গা মা আসছেন গজে বা হাতিতে চড়ে ফিরে যাবেন দোলায় চড়ে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে তাই নওগাঁয় চলছে নানা আয়োজন। প্রতিমা গড়াই ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। অপরদিকে এই উৎসবকে কেন্দ্র করে শহরের মার্কেটগুলোতে জমে উঠেছে নতুন পোশাকের বাজার।
নারায়ণগঞ্জে ২২২টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। দুর্গাদেবীর সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী,স্বরস্বতী, কার্তিক ও গনেশ।
রং ও তুলিতে কিভাবে আরো সুন্দর করা যায় সেই চেষ্টা করছেন কারিগররা। ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় হতাশ শিল্পীরা, চান সরকারি সহায়তা।
মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। এবার জামদানী শাড়িতে আগমন হবে দূর্গার।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস পেয়ে খুঁশি মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি।
দেশ ও বিশ্ব শান্তির কল্যাণে দূর্গা যেন মঙ্গল বয়ে আনে, জানালেন পুরোহিত সঞ্জয় চক্রবর্তী।
সাজ-সজ্জা এবং পূজার জন্য সরকারি সহায়তা প্রদান করা হবে। বললেন জেলা প্রশাসক।
আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করবে বলে জানান জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন।
মহালয়ার মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু ২১ সেপ্টেম্বর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ২ অক্টোবর শেষ হবে দুর্গোৎসব।
এদিকে রাত দিন এক করে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত নওগার কারিগররা। শিল্পীর হাতে নিপুন ছোঁয়ায় প্রতিমা গুলোতে যেন ফুটে উঠছে ভক্তির নিপুন প্রতিচ্ছবি।
প্রতিবছর পূজার তিন মাস আগে থেকেই প্রতিমা তৈরীর কাজ শুরু করেন মৃৎশিল্পীরা। শুধু প্রতিমা তৈরি নয় বর্ণিল সাজে সাজানো হচ্ছে পূজা মন্ডপও।
ভক্তরা উৎসবের জন্য নতুন পোশাক, সাজ-সজ্জার সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভিড় করছেন দোকানে।
আইনশৃঙ্খলা বাহিনী ও আয়োজকরা জানান, শারদীয় উৎসব শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে প্রতিটি পূজা মন্ডপে থাকবে কড়া নজরদারি।
এবছর নওগায় ৮১১টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব ।