নিক্সন চৌধুরীর উসকানিমূলক বক্তব্যের কারণেই ভাঙ্গায় সহিংসতা: ফরিদপুর জেলা পুলিশ

- আপডেট সময় : ০৪:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর উসকানিমূলক বক্তব্যের কারণেই ভাঙ্গায় সহিংসতা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। গেলো রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসন হতে আলাদা করে, ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করায়, স্থানীয়রা গেলো ৫ সেপ্টেম্বর থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অবস্থান ও অবরোধসহ নানাবিধ কর্মসূচি পালন করছে। ওই কর্মসূচিকে পুঁজি করে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সোশ্যাল মিডিয়ায় একাধিক উসকানিমূলক বক্তব্য ও কার্যকলাপে ভাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে।