পূজায় ‘ক্লথিং স্টুডিও বাই মেহেরুন’র পোশাকের বর্ণিল আয়োজন
- আপডেট সময় : ০৬:৫৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
সময়ের পরিক্রমায় বছর পেরিয়ে আবারও আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এবার দুর্গাপূজা উপলক্ষে লাইফস্টাইল ব্র্যান্ড ‘ক্লথিং স্টুডিও বাই মেহেরুন’ নিয়ে এসেছে আকর্ষণীয় পোশাকের নতুন সব কালেকশন। এতে ক্রেতারা পাচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়।
‘ক্লথিং স্টুডিও বাই মেহেরুন’ প্রতিটি পোশাকের প্যাটার্নে নতুনত্ব ও বৈচিত্র্য রাখা হয়েছে। এবছর পূজা কালেকশনে নারীদের জন্য থাকছে শাড়ি, পার্টি ওয়্যার, থ্রিপিস, জুয়েলারি। এছাড়াও রয়েছে দেশি ও বিদেশি আকর্ষণীয় পোশাকের কালেকশন।
এ প্রসঙ্গে ক্লথিং স্টুডিও বাই মেহেরুনের ব্যবস্থা পরিচালক মেহেরুন্নেসা মিমি বলেন, ‘পূজা উপলক্ষে আমাদের রয়েছে আকর্ষণীয় সব কালেকশন। ক্রেতাদের আগ্রহের কথা মাথায় রেখেই করা হয়েছে ডিজাইন। এবার পুজোতে আমাদের ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে। আর কালারের দিক থেকে ক্রেতাদের প্রথম পছন্দ লাল।’
রাজধানীর ধানমণ্ডির সীমান্ত সম্ভারের শপ নং ৩০৩৭ এ ক্রেতারা আকর্ষণীয় মূল্য ছাড়ের পাশাপাশি ‘ক্লথিং স্টুডিও বাই মেহেরুন’ নিজস্ব ফেসবুক পেজ থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারাদেশে কুরিয়ারের মাধ্যমেও পাবেন অর্ডার করা পণ্য ডেলিভারি।




















