দিনাজপুরে দুর্গাপূজার প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

- আপডেট সময় : ০৪:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
উত্তরের জেলা দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরিতে মৃৎশিল্পরা ব্যস্ত সময় পার করছেন। নিপুণ কারুকাজ আর হাতের দক্ষ ছোঁয়ায় দেবীদুর্গার প্রতিটি প্রতিমা ফুটিয়ে তুলছেন তারা।
দিনাজপুরের ১৩টি উপজেলায় মোট ১২৪৫টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।
মৃৎশিল্পীরা জানান, প্রতিমা গড়ার কাজ শেষ। হাতে গোনা কয়েক দিনের মধ্যেই তুলির আঁচড়ে প্রাণ পাবে দেবীমূর্তি।
পুরোহিতরা জানালেন, প্রতিমার শৃঙ্গার সম্পন্ন হলেই শুরু হবে সার্বজনীন এই আনন্দমঙ্গল উৎসব।
তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তিত আয়োজকরা।
তাদের আশা—সকলের সহযোগিতায় উৎসব শান্তিপূর্ণ ও সার্থকভাবে শেষ হবে।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা জানালেন প্রতিবছরই বৃহৎ পরিসরে দুর্গোৎসব হয়।এবারও ১২৪৫টি মণ্ডপে সকলের অংশগ্রহণে এটি সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী
এবার মা দুর্গা আসছেন গজে চড়ে—যার আগমন শান্তি ও সমৃদ্ধির বারতা বহন করে, পৃথিবী ভরে উঠবে শস্যে, ফসলে, আর প্রাণের প্রাচুর্যে।তবে কৈলাসে ফেরার সময় মা দোলায় চড়বেন—যা মহামারী ও অস্থিরতার পূর্বাভাস।
তবুও বিশ্বাস, মায়ের আশীর্বাদে সব অশুভ হবে বিনাশ, আর আলোয় ভরে উঠবে মানুষের জীবন।