নওগাঁয় আদিবাসীদের কারাম উৎসব উদযাপন

- আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো কারাম পূজা। বংশ পরম্পরায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা পূর্ণিমা তিথিতে কারাম পূজা উদযাপন করে। পূজা-অর্চনা আর নাচ-গানের মধ্য দিয়ে যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমি নওগাঁয় আদিবাসীরা এই কারাম উৎসব উদযাপন করে।
ঢোল আর মাদলের তালে নাচে-গানে উদযাপন করা হয় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব। বাহারি পোশাক, ছন্দের তালে নিজস্ব ভাষায় গান আর দল বেঁধে তরুণ তরুণীদের নাচ সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ।
এদিন আশপাশের জেলা থেকে আসা ২৫টি দল যোগ দিয়ে নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে। কারাম উৎসবকে আবার ডাল পূজাও বলা হয়। আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে কারাম একটি পবিত্র গাছের নাম। কারাম ডাল মাটিতে পুঁতে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ, গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে এই পূজা করা হয়। আর এ দিনটির জন্য অধির আগ্রহে থাকেন তারা।
এমন আয়োজন দেখতে প্রতিবছরই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। প্রকৃতির প্রতি নিবেদিত হয়ে নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এমন উৎসবকে ছড়িয়ে দিতে চান আয়োজকরা।
এমন ঐতিহ্যবাহী উৎসবকে টিকিয়ে রাখতে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার।
নিজেদের ভাষা ও সংস্কৃতি আন্দোলনের অংশ হিসেবে ১৯৯৬ সাল থেকে জাতীয় আদিবাসী পরিষদ এ পূজাকে ঘিরে নওগাঁসহ সমতলের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী সম্মেলনের আয়োজন করছে।