মাদ্রাসার ছাত্র ও আলেমদের জন্য নতুন উদ্যোগ দিলো জেসিআই ঢাকা প্রিমিয়ার

- আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫২০ বার পড়া হয়েছে
৮৫ হাজারের বেশি হাজি প্রতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যায়। এই হাজিদের সেবা দেয় বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ, যা বাঙালি হাজিদের জন্য ভাষাগত সমস্যা তৈরি করে। এদিকে অনেক মাদ্রাসা পাশ করা ছাত্র ও আলেম আছেন যারা আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানে পারদর্শী কিন্তু সঠিক দক্ষতা নির্ভর কর্মসংস্থানের অভাবে আত্মনির্ভরশীল হতে পারছে না।
‘প্রজেক্ট সেবক’ জেসিআই ঢাকা প্রিমিয়ারের একটি উদ্যোগ যার সার্বিক সহযোগিতায় ছিল “Own The World”। এই উদ্যোগের মাধ্যমে ২০০ জন মাদ্রাসা পাশ করা ছাত্র ও আলেমকে প্রশিক্ষণ ও সৌদি আরবে হাজিদের সেবার কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়েছে।
এই উদ্যোগটিতে থাকছে :-
★ ফ্রী হজ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ
★ ফ্রী প্লেনের টিকেট (ঢাকা-সৌদি-ঢাকা)
★ ৬ মাস সৌদি আরবে ফ্রী থাকা ও খাওয়া
★ ফ্রী উমরাহ পালনের সুবিধা
★ সৌদিতে প্র্যাকটিক্যাল হজ ট্রেনিং
★ হজ মৌসুমে হাজীদের সেবা করা
★ ২ লাখ টাকা জন প্রতি পারিশ্রমিক
★ দেশে পেরার পর হজ লাইসেন্স ও অনান্য সুযোগ প্রদান ও হজের কাফেলা ম্যানেজমেন্ট করে স্থায়ী কর্মসংস্থান ও উপার্জনের ব্যাবস্থা করা।
Own The World এর স্বত্বাধিকারী খন্দকার ফারাবী আহমেদ বলেন, প্রজেক্ট সেবকের মাধ্যমে বেকার মাদ্রাসা পাশ করা ছাত্রদের বিদেশে কর্মসংস্থান তৈরি ও নিজের দেশের হাজিদের নিজেরাই সেবা দিতে পারব ইনশাআল্লাহ। এছাড়া দেশে আসার পর এই সেবকদের সকল রকম সুযোগ সুবিধা দিয়ে স্থায়ী উপার্জনের ব্যাবস্থা তৈরি করাই আমাদের লক্ষ্য।
জেসিআই ঢাকা প্রিমিয়ারের লোকাল প্রেসিডেন্ট গাজী নাঈম মানজুর বলেন, মাদ্রাসা ও এতিমখানা অনেকটাই দান-সদকা নির্ভর হবার কারণে তারা অবহেলিত। এই বিশাল জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার ব্যাপারে খুব কম উদ্যোগ নেয়া হয়। আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই “প্রজেক্ট সেবক” এর লক্ষ্য।
জেসিআইয়ের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ বলেন, ‘জেসিআই পৃথিবীর ১২৭টি দেশে নেতৃত্ব ও উদ্যোক্তা বিকাশে কাজ করে। প্রজেক্ট সেবক নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ যা সুবিধা বঞ্চিত ছাত্রদের আত্মনির্ভরশীল করে তুলবে ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখবে।’
(সংবাদ বিজ্ঞপ্তি)