টাঙ্গাইলে সড়ক নির্মাণে অবহেলা: দেরিতে কাজ, ভোগান্তিতে লাখো মানুষ
- আপডেট সময় : ০৩:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৬৩ বার পড়া হয়েছে
নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পরেও শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া আঞ্চলিক সড়ক নির্মাণ কাজ। ঠিকাদারের গাফিলতি ও কর্মকর্তাদের অবহেলায় প্রতিনিয়ত যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে লাখো মানুষ। অন্যদিকে টাঙ্গাইল আরিচা সড়কের অবস্থাও বেহাল।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা এবং ঠিকাদারের গাফিলতিতে নির্ধারিত সময়ে শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া সড়কের কাজ। দীর্ঘ প্রায় তিন বছরে কাজ শেষ না হওয়ায় সড়ক ব্যবহারকারী কয়েক লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের বেশির ভাগ অংশে খানা খন্দকসহ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
১২ কিলোমিটার অংশে রিজিড প্রেভমেন্ট ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের ১৬ মার্চ। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৪ সালের ১৬ আগস্ট কাজটি শেষ করার কথা থাকলেও কাজের তেমন কোন অগ্রগতি নেই।
টাঙ্গাইল সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী বলেন, ভূমি অধিগ্রহনের কাজ অনেকটা পিছিয়ে গেছে।
দ্রুত সময়ের মধ্যে এই আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ শেষ করে চলাচলের উপযোগী করার প্রত্যাশায় সাধারণ মানুষ।























