ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরব ভোটাররা

- আপডেট সময় : ০৩:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরব ভোটাররা। ৯ সেপ্টেম্বর ভোট দেবেন ৩৯ হাজার ৮শ’ ৭৪ জন শিক্ষার্থী ভোটার। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাশরিক সঞ্চয়।
সূচনালগ্ন থেকে কর্তৃপক্ষের প্রচেষ্টায় কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে “প্রাচ্যের অক্সফোর্ড” নামে খ্যাতি পায় দেশের প্রথম রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়– ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠার পরের বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নামকরণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রাখে এই সংসদ। ‘২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে পরিবর্তিত প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৮তম ডাকসু নির্বাচন ঘিরে এবছর গণতন্ত্রের চর্চ্চা নতুন বেগ পেয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা– রাজনীতিকীকরণ না হোক, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অসাধারণ এই ভোট প্রক্রিয়া।
৩৯ হাজার ৮শ’ ৭৪ ভোটারের অংশগ্রহণে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোটারদের মন্তব্য– ২৪ এর আন্দোলন পরবর্তী নির্বাচন ভোটার-প্রার্থী সবার জন্যই সতর্কতার।
লেভেল প্লেয়িং ফিল্ডে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের প্রয়োজনে সেনাবাহিনীও অংশ নিতে পারে বলে জানিয়েছে নির্বাচনী কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন হরদম বইছে ভোটের হাওয়া।