কুষ্টিয়ার মোকামে চালের দাম কমলেও খুচরা বাজারে কমেনি দাম

- আপডেট সময় : ০৩:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫২৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার চালের মোকামে চলছে এক ধরনের অস্থিরতা। মিলারদের দাবি, চালের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তবে গত সপ্তাহে খাজানগরের মোকামে সব ধরনের চালে কেজিতে ২ থেকে ৩ টাকা দাম কমেছে। কিন্তু খুচরা বাজারে তার কোন প্রভাব পড়েনি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল গেটে চালের দাম কমলেও সরবারহ ঘাটতির কারণে বাজারে প্রভাব পড়ছে না।
কুষ্টিয়ার দেশের সবচেয়ে চালের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। সরকারের নানা উদ্যোগের পরও কার্যকর বাজার তদারকি না থাকায় প্রতিদিনই বাড়ছে চালের দাম। ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ। ২ মাসের ব্যবধানে মোকামে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমলেও খুচরা বাজারে কোন প্রভাব পড়েনি। চালের বাজার বাড়তিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।
খুচরা বিক্রেতারা বলছেন, মিলে চালের দাম কমলে খুচরা বাজারে প্রভাব পড়বে। তবে সরবারহ সঙ্কটের কারণে নতুন করে চাল বাজারে না আসায় এখনও দাম বাড়তি।
তবে মিলার ও ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে সব ধরনের চালের দাম ২ থেকে ৩ টাকা কমেছে।
কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, পুরোদমে আমদানীকরা চাল বাজারে আসলেই কমে যাবে দাম।