খুলনার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি এখন ‘মগের মুল্লুক’

- আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৮১ বার পড়া হয়েছে
খুলনার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড- ইডিসিএলের চাকরিচ্যুত ৮১ জনের মধ্যে ১০ জন ফিরে পেলেও, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে ৮শ কর্মী চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন। সুশীল সমাজের মতে,প্রতিষ্ঠানটি এখন ‘মগের মুল্লুক’-এ পরিণত হয়েছে।
ইডিসিএল-এর খুলনা প্ল্যান্টে ‘অতিরিক্ত জনবল’ ছাঁটাইয়ের নামে ৮১ জন স্থায়ী শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। যারা একসময় প্ল্যান্টটিকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন, তারাই আজ কর্মহীন।
চাকরিচ্যুত কর্মীরা তাদের চাকরি ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।তাদের দাবি, ডিজিএম সুভাষচন্দ্র বর্মন ও নওশাদ জামানের যোগসাজশে ‘লাস্ট ইন, ফার্স্ট আউট’ নিয়ম না মেনে যোগ্যদের ছাঁটাই করা হয়েছে। কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের বরখাস্ত করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ।এছাড়াও,নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় প্রশ্ন উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বচ্ছতা নিয়ে।
অসহায়ত্বের কথা তুলে ধরে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত চাকরিচ্যুত নারীরা। একজন নারী জানান,চাকরি ফিরে পেতে তাকে ঢাকায় আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ডিজিএম সুভাসের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বক্তব্য জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
খুলনা নাগরিক সমাজের এই প্রতিনিধি বলছেন,”মগের মুল্লুক” কায়েম হয়েছে অপরাজনীতি ও অবৈধ সিন্ডিকেটের প্রভাবে।
প্রতিষ্ঠানটি রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র হিসেবে অভিযোগের শিকার, যেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে নেতাকর্মীদের নিয়োগ দেয়া হয়।