রংপুরে আলুর নতুন দাম কার্যকর হয়নি, হিমাগার গেইটে বিক্রি ১২-১৩ টাকায়

- আপডেট সময় : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৫ বার পড়া হয়েছে
রংপুর অঞ্চলে আলুর নতুন দাম এখনো কার্যকর হয়নি। হিমাগারের গেইটে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকা কেজি। এতে বিক্রি করতে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে, সরকার নির্ধারিত দামে আলু বেচাকেনা হলে উৎপাদন খরচের কিছুটা হলেও ফেরত পাবেন বলে আশা করছেন কৃষকরা।
কৃষকের ঘাম ঝরানো ফসল আলু। কিন্তু ন্যায্যমূল্য না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উত্তরবঙ্গের চাষিরা। সরকার কেজিপ্রতি ২২ টাকা দাম বেঁধে দিলেও রংপুর অঞ্চলের হিমাগারগুলোতে এখনো আগের দামে বিক্রি হচ্ছে।
অথচ এককেজি আলু উৎপাদন করতেই খরচ হয়েছে ১৫ থেকে ১৮ টাকা। তার সাথে যোগ হয়েছে পরিবহন খরচসহ হিমাগার ভাড়া। বর্তমান বাজারমূল্যে কিছুই থাকছে না কৃষকদের।
সরকার নির্ধারিত নতুন দামে আলু বিক্রি হলে লাভ না হলেও অন্তত কিছুটা মূলধন ফেরত পাবেন কৃষকরা। তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দাম নিয়ে টানাপোড়েনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরাই। তাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত দর কার্যকর হলে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা।