গাজীপুরে আসন বৃদ্ধি হওয়ায় খুশি রাজনৈতিক দল ও ভোটাররা

- আপডেট সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
গাজীপুর জেলায় বেড়েছে জনসংখ্যা ও ভোটারের চাপ। ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখন ছয়টি সংসদীয় আসন। নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে আসন বৃদ্ধি হওয়ায় খুশি রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ ভোটাররা। দীর্ঘদিন পাঁচটি সংসদীয় আসনের আওতায় ছিল জেলাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি আসন করেছে নির্বাচন কমিশন।
প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডের এলাকা নিয়ে গঠন করা হয়েছে। আসন বাড়ার খবরে জেলায় বইছে আনন্দের জোয়ার। খুশি ভোটাররা।
জনসংখ্যা ও ভোটার অনুপাতে আসনের ভারসাম্য আনতেই এ সিদ্ধান্ত। নতুন আসনকে ঘিরে রাজনীতিতেও এসেছে নতুন উত্তেজনা। আসন বাড়ায় খুশি রাজনৈতিক দলগুলো।
কালিয়াকৈর উপজেলা ও সিটি করপোরেশনের ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন করা হয়েছে। সিটি করপোরেশনের ১৩ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর-২।
এছাড়া শ্রীপুর উপজেলা এবং সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড়, পিরোজালি ইউনিয়ন ও সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ আসন গঠন করা হয়েছে। কাপাসিয়া উপজেলা নিয়ে গাজীপুর-৪, কালীগঞ্জ উপজেলা নিয়ে গাজীপুর-৫ আসন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।