কুড়িগ্রামে নদ-নদীর পানি ওঠানামায় ৪২টি স্থানে তীব্র ভাঙন

- আপডেট সময় : ০৪:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়া-কমায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অন্তত ৪২টি পয়েন্টে তীব্র হয়ে উঠেছে ভাঙ্গন। একের পর এক বিলীন হচ্ছে বসত-ভিটাসহ ফসলী জমি। ভুক্তভোগীদের অভিযোগ, এমন অবস্থায়ও নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ। এদিকে, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।
একের পর এক বসতভিটার মাটি ও ফসলী জমি গড়িয়ে পড়ছে নদীতে। এমন পরিস্থিতিতে ঘর-বাড়ি ও গাছপালা সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের অসহায় বাসিন্দারা।
ভাঙ্গনের এই দৃশ্য কুড়িগ্রাম সদরের যাত্রাপুরের বানিয়াপাড়া এলাকায় দুধকুমার নদের। একইভাবে জেলার রৌমারী, উলিপুর, চিলমারী, রাজারহাট, ফুলবাড়িসহ ৯ উপজেলার ৪২টি পয়েন্টে ভাঙ্গছে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা।
এসব এলাকায় চলতি বর্ষা মৌসুমে ভিটেমাটি হারিয়েছে সহস্রাধিক পরিবার। নতুন করে মাথা গোজার ঠাঁই পাচ্ছেন না অনেকেই।
ভাঙ্গনের হুমকিতে রয়েছে হাটবাজার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলী জমিসহ হাজার হাজার ঘর-বাড়ি। কোথাও কোথাও করা হয়েছে মানববন্ধন। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে জরুরি ভিত্তিতে কাজ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এ নির্বাহী প্রকৌশলী।
জেলার প্রধান ৪টি নদ-নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পাড়ের দৈর্ঘ্য ৩শ ৬৪ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী তীর রক্ষা প্রকল্পের আওতায় রয়েছে ৬৬ কিলোমিটার। বাকী ২শ’ ৯৮ কিলোমিটার পাড় অরক্ষিত।