নিষিদ্ধ পলিথিন বন্ধে চট্টগ্রামে যৌথ অভিযান শুরু

- আপডেট সময় : ০৪:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নিষিদ্ধ পলিথিনের অতি ব্যবহার এখন নগর পরিবেশের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলিথিন শপিং ব্যাগ পচনশীল না হওয়ায় এর স্তূপ ড্রেন ও নালায় আটকে পানি নিষ্কাশনে বাধা তৈরি হচ্ছে। এ কারণে সামান্য বৃষ্টি হলেই নগরে জলাবদ্ধতা সাধারণ বিষয়ে পরিণত হয়। এবার তাই নিষিদ্ধ পলিথিন বন্ধে বন্দর নগরী চট্টগ্রামে যৌথভাবে অভিযান শুরু করা হয়েছে।
আইন করার দুই দশকেও বন্ধ হয়নি পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ। মাঝে মাঝে সংশ্লিষ্ট সংস্থা বাজারের পলিথিন বিক্রির দোকানে অভিযান চালালেও পলিথিন কারখানায় অভিযান চালাতে দেখা যায়নি অতীতে কখনো। বন্দর নগরী চট্টগ্রামে কোথায় ক’টি পলিথিন কারখানা রয়েছে তার সঠিক পরিসংখ্যানও নেই কোন সংস্থার কাছে। তবে বাজারে টনের পর টন পলিথিন বিক্রি হচ্ছে দেদারসে।
এবার নিষিদ্ধ পলিথিন বন্ধে কারখানায় অভিযান শুরু করেছে রেব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত। রেব কর্মকর্তারা জানান, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান চালানো হচ্ছে। অনুমোদনবিহীন এসব কারখানায় উৎপাদিত পলিথিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কারখানাগুলো অনুমোদন ছাড়াই পলিথিন উৎপাদন করছে।
তবে কারখানার কর্মচারীদের দাবি, তারা শুধুমাত্র গার্মেন্টস ও নিত্যপণ্যের কাজে ব্যবহৃত মোটা পলিব্যাগই উৎপাদন করেন, যা পরিবেশ বিভাগের নির্ধারিত মাপ অনুযায়ী করা হয়। চাহিদা থাকলে সরবরাহ কখনো বন্ধ হবে না বলেও চ্যালেঞ্জ দেন তারা।