রাজশাহীতে ৫ আগস্টকে ঘিরে ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আইনশৃংখলা বাহিনী
- আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ২১৭৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে ৫ আগস্টকে ঘিরে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আইনশৃংখলা বাহিনী। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোও বলছে, ষড়যন্ত্র যাই হোক দেশের মাটিতে আর কখনোই স্থান হবে-না ফ্যাসিবাদের।
ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিদায় হলেও থেমে নেই ষড়যন্ত্র। দেশের ভেতরে ও বাইরে থেকে মাঝে মাঝেই ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার বিজয়ী উল্লাসের মাস আগস্ট। সব মিলিয়েই সংঘাতের আশঙ্কার সম্ভাবনা উঠে এসেছে গোয়েন্দা তথ্যে। সম্ভাবনা যাই থাকুক ঐক্যবদ্ধভাবে পরিস্থিতির মোকাবিলার কথা জানালেন রাজনৈতিক দলগুলোর নেতারা।
নিষিদ্ধ আওয়ামী লীগ ব্যক্তি সমস্যা নয়, তারা দেশ ও জাতির সমস্যা, কাজেই যতবারই তারা মাথা চাড়া দেয়ার চেষ্টা করুক, তাদের সম্মলিত ভাবেই প্রতিহত করা হবে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রতিটি ইউনিটকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশের কথা জানান, মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান।
আর কোন সংঘাত নয়। নয় জ্বালাও পোড়াও। শান্তিপূর্ন রাষ্ট্র দেখতে চায় সাধারণ মানুষ।




















