টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা

- আপডেট সময় : ০৪:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রায় ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
শুক্রবার (১ আগস্ট) ফ্লোরিডার একটি জুরি বোর্ড এ নির্দেশনা দেয়। ২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনায় টেসলার অটোপাইলট চালক সহায়ক প্রযুক্তিকে দায়ী করে দায়ের করা মামলার রায়ে এই ক্ষতিপূরণ ধার্য করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে ফ্লোরিডায় টেসলার একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, যেখানে গাড়িটি অটোপাইলট মোডে ছিল। দুর্ঘটনায় প্রাণ হারান এক কিশোর। নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয় যে, টেসলার অটোপাইলট প্রযুক্তিতে নিরাপত্তাজনিত ত্রুটি ছিল, যার কারণে দুর্ঘটনাটি ঘটে।
জুরি বোর্ড তাদের রায়ে জানায়, টেসলা নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে যথাযথভাবে গ্রাহকদের সতর্ক করেনি এবং প্রযুক্তিটির ত্রুটির বিষয়েও সচেতন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।
বিশ্লেষকরা বলছেন, এই রায় অটোনোমাস বা স্বচালিত গাড়ি প্রযুক্তির নিরাপত্তা ও দায়দায়িত্ব নিয়ে নতুন আলোচনার জন্ম দেবে।
এ বিষয়ে টেসলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।