নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে চলবে অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৬১৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে, প্রকৃত নিরাপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয় সেজন্য সুষ্ঠুভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
দুপুরে নারায়ণগঞ্জে রেব-১১ সদর দপ্তর এবং পরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, গত বছরের ৫ আগস্টের পর থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধার করতে ব্যাপকভাবে অভিযান চালানো হবে।এর আগে রেব-১১ এর কার্যলয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের গ্রহণ করবে বাংলাদেশ। ভারতে থাকা রোহিঙ্গা শরনার্থীদের গ্রহণ করা হবে-না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।