নির্বাচনে আস্থা ও কেন্দ্রে ভোটার ফেরানোই প্রধান চ্যালেঞ্জ: সিইসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। সকালে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ভোটারদের কেন্দ্রমুখী করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একইসাথে তিনি সোশ্যাল মিডিয়ার অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই’র অপব্যবহারকে অস্ত্রের চেয়েও মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সিইসি আরও বলেন, রাতের আঁধারে আর নির্বাচন হবে না। রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। দিনের আলোতেই স্বচ্ছতার সাথে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন সিইসি নাসির উদ্দিন।