নওগাঁয় অভাবে দিন কাটছে জুলাই শহীদ বায়েজিদের পরিবারের

- আপডেট সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নওগাঁয় অভাব অনটনে দিন কাটছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়েজিদ বোস্তামির পরিবারের। সামান্য আর্থিক সহযোগীতা পেলেও একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা বায়জিদের মা। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে এই মায়ের জীবন কাটছে নিদারুণ কষ্টে। সরকারের পক্ষ থেকে সকল শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগীতা দেয়া হয়েছে। স্থানীয়ভাবে সহযোগীতা অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক।
চব্বিশের ভয়াল ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিভে যায় বায়েজিদ বোস্তামির জীবন প্রদীপ। সেদিন হত্যার পর আগুনে পোড়ানো হয় কারফিউ ভেঙে রাজপথে আন্দোলনে যোগ দেয়া বায়েজিদের মরদেহ।
সন্তানের এমন মৃত্যু কিছুতেই ভুলতে পারছেন না মা বেনু আরা। দ্রুত বিচার দাবি করেন।
প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা শহীদ বায়েজিদের মা। উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে মানবেতর জীবন কাটছে তাঁর।
বায়েজিদের আগুনেপোড়া মরদেহ পলিথিনে মুড়িয়ে পাঠানো হয় গ্রামে, দেখে স্তম্ভিত এলাকাবাসী।
শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগীতা দেয়া হয়েছে। স্থানীয়ভাবে সহযোগীতাও অব্যাহত আছে বলে জানান এ’ জেলা প্রশাসক।
২০২৪-এর গণ-আন্দোলন ছিলো বৈষম্য আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি শহীদ পরিবার ও স্বজনদের।