ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য: আলী রীয়াজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১৭১৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুততম সময়ে ঐকমত্য তৈরির মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। এমনটা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।
সকালে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনার সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।সংস্কার নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠক এটি। এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। দিনের শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে চলছে আলোচনা।সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, দলগুলোর সঙ্গে অনেক বিষয়ে ঐকমত্য হচ্ছে। সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে একমত আসা সম্ভব হবে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে, দ্রুত একটি নির্দিষ্ট জায়াগায় পৌঁছানো সম্ভব বলেও মত দেন তিনি।




















