জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

- আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১৫১৯ বার পড়া হয়েছে
রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান আলোচনা ও প্রস্তাবনার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি বারবার বলেছি—দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকের সময়ও সুস্পষ্টভাবে বলেছি, কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই। আমরা সব বিষয়ে একমত হবো না, এটাই স্বাভাবিক।”
ড. আলী রীয়াজ আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগ কোনো পক্ষীয় প্রক্রিয়া নয়। বরং বিভিন্ন রাজনৈতিক শক্তির অংশগ্রহণে একটিই লক্ষ্য—জাতীয় পর্যায়ে ন্যূনতম একটি ঐকমত্য তৈরি করা।”
তিনি বলেন, “রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, কীভাবে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলা যাবে, সেই আলোচনাই আমরা এগিয়ে নিচ্ছি। এখানে বিরোধিতা থাকবে, মতভেদ থাকবে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য।”
উল্লেখ্য, ‘জাতীয় ঐকমত্য কমিশন’ শীর্ষক এই উদ্যোগটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, ও নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে সম্ভাব্য রূপরেখা তৈরির লক্ষ্যে কাজ করছে। বিভিন্ন পর্যায়ে দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে প্রাথমিক প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে।