ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা

- আপডেট সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ১৫১৫ বার পড়া হয়েছে

Elon Musk speaks during a news conference after a Falcon 9 SpaceX rocket test flight to demonstrate the capsule's emergency escape system at the Kennedy Space Center in Cape Canaveral, Fla., on Jan. 19, 2020.
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’।
শনিবার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে এই ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।
এক্সে দেওয়া ঘোষণায় মাস্ক বলেন, “আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।”
এটি মাস্কের পক্ষ থেকে সরাসরি রাজনীতিতে প্রবেশের একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনও এই ঘোষণার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের মতো একজন প্রভাবশালী উদ্যোক্তার রাজনীতিতে প্রবেশ মার্কিন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। মাস্কের নতুন দল ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের আধিপত্য ভাঙা সহজ হবে না।
মাস্কের নেতৃত্বে ‘আমেরিকা পার্টি’ ঠিক কী ধরনের আদর্শ, নীতিমালা বা নির্বাচনী কৌশল গ্রহণ করবে—তা এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, স্বাধীনতা, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে মাস্ক নতুন ধারা তৈরি করতে চান।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান বরাবরই চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু মাস্কের বিশাল অনুগামী ও প্রযুক্তিনির্ভর জনসম্পৃক্ততার কারণে এই উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।