‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে উত্তাল রাজস্ব ভবন এলাকা

- আপডেট সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। সারাদেশে চলমান রয়েছে এই কর্মসূচি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বেড়েছে পণ্যজট, বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব।
দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজে কমপ্লিট সাটডাউন কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। শুল্কায়ন না হওয়ায় স্থবিরতা নেমেছে বন্দরের কার্যক্রমে। জাহাজ থেকে পণ্য খালাস অব্যাহত থাকলেও বাধাগ্রস্ত হচ্ছে পণ্য ডেলিভারি।
বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নেই। পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। ছয় ট্রাক পণ্য সকালে আমদানি হলেও রপ্তানি হয়নি। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্যজট, আমদানি-রপ্তানিতে পড়ছে বিরূপ প্রভাব।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আটকা পড়েছে রপ্তানিযোগ্য পণ্যসহ ট্রাক। এ নিয়ে দুশ্চিন্তায় আমদানি-রপ্তানিকারকরা। তবে পাসপোর্টধারি যাত্রী পারাপার অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
অচল হয়ে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রপ্তানি কার্যক্রম। কর্মবিরতি পালন করায় লেনদেন বন্ধ রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে বন্দরের কয়েশ শ্রমিক। অন্যদিকে বিপাকে রয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা।
ব্রাহ্মণবাড়িয়াতেও কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতি চলছে। প্রভাব পড়েছে স্থলবন্দর আখাউড়ায়। এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়িরা।