নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় রোববার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৬৬০ বার পড়া হয়েছে
নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের করা আপিলের রায় কাল। এ বিষয়ে রায়ের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে।
জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আগামীকাল নিবন্ধন ও প্রতীক দুটিই ফিরে পাবেন তারা।এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।এ মামলায় আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।