চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’,উপকূলজুড়ে সতর্কতা
- আপডেট সময় : ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ২০৬০ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘শক্তি’তে পরিণত হচ্ছে। বর্তমানে এটি উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ মে) উপকূলীয় অঞ্চলে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। সঙ্গে উপকূলে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।। বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল অঞ্চলে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝেমধ্যে এর গতি আরও বৃদ্ধি পেতে পারে। সমুদ্র খুবই উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
উপকূলবর্তী এলাকায় সামুদ্রিক জলোচ্ছ্বাসের সমূহ সম্ভাবনা রয়েছে। প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে ভোলার চরফ্যাশন জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
জরুরি প্রয়োজনে স্থানীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ। বিপদসংকেত ও আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন। গুজবে কান না দিয়ে সরকার ও প্রশাসনের দিকনির্দেশনা মেনে চলুন।


















