ঘরের মাঠে বাংলাদেশের পেসারদের ‘ভয়’ পাচ্ছে পাকিস্তান

- আপডেট সময় : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
একসময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল স্পিন বোলিং। বিশেষ করে বাঁহাতি স্পিনারদের জন্য স্বর্গভূমি হিসেবে বিবেচিত হতো এই উপমহাদেশের দেশটি। তবে সময় বদলেছে, বদলেছে দলের কৌশল ও বলের গতি। এখন বাংলাদেশের বোলিং আক্রমণের বড় শক্তি হয়ে উঠেছে পেসাররা।
তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব—এই পঞ্চপাণ্ডবের পেস আক্রমণ এখন বিশ্ব ক্রিকেটের চোখে পড়ছে বারবার। গতি, সুইং ও বৈচিত্র্যের দুর্দান্ত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে এই নতুন জেনারেশনের পেস ইউনিট।
বাংলাদেশের এই উন্নতমানের পেস আক্রমণকে এবার সমীহ জানাচ্ছে পাকিস্তানও। দক্ষিণ এশিয়ার কন্ডিশনে স্পিনের ভরসার জায়গা ছেড়ে টাইগারদের পেসাররা যেভাবে দাপট দেখাচ্ছেন, তা প্রতিপক্ষ দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
ঘরের মাঠে খেললেও সদ্য নিযুক্ত পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন সমীহ করছেন বাংলাদেশকে। লাহোরে গত রাতে সাংবাদিকদের হেসন বলেছেন, ‘দেখুন, এমন কন্ডিশনে বাংলাদেশ সব সময় চ্যালেঞ্জিং। তাদের নিজেদের কন্ডিশনে আমি অনেকবার দলের অংশ ছিলাম। তারা চ্যালেঞ্জিং।’
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ক্রিকেটের এই পরিবর্তন নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। পেসারদের এই ধারাবাহিক উন্নয়ন ভবিষ্যতের জন্যও দলের শক্তির জায়গা হয়ে থাকবে বলেই আশা করা যাচ্ছে।