তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই: আলী রীয়াজ

- আপডেট সময় : ০৮:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা সম্পন্ন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন।
রাস্ট্রীয় সংস্কার কাজের অগ্রগতির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথক করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করার ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে।
নির্বাচন কমিশনের বিষয়ে তিনি জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে সংসদীয় স্থায়ী কমিটি আইনগত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠানোর বিধান করতে একমত হয়েছে অধিকাংশ দল।
আগামী জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে আলোচনা।