পাকিস্তানকে ফের হুঁশিয়ারি মোদীর

- আপডেট সময় : ০৪:২০:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গুজরাতের দাহোদে আজ সোমবার (২৬ মে) এক জনসভা থেকে ফের একবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘যাঁরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে আসবে, তাঁদেরও মুছে যেতে হবে— এটা নিশ্চিত।’’
পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলাকে ঘিরে দেশ জুড়ে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এই প্রেক্ষিতেই মোদী তাঁর বক্তব্যে ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করে বলেন, ‘‘এটা শুধু একটা সামরিক অভিযান নয়। এটি ভারতীয়দের সংস্কার, মুল্যবোধ এবং ভাবনার এক স্পষ্ট অভিব্যক্তি।’’
মোদী জনসভায় আরও বলেন, ‘‘যারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে, যারা ভারতকে চোখ রাঙায়, তারা স্বপ্নেও ভাবে না মোদীর সঙ্গে মোকাবিলা করা কতটা কঠিন। দেশ আর চুপ করে বসে থাকবে না।’’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন তীব্র আলোড়ন তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মোদীর এই হুঁশিয়ারিকে কেউ কেউ কড়া প্রতিরক্ষা নীতির প্রকাশ বলেই দেখছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী মোদীর এই ধরনের বক্তব্য অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন জোরদার করার কৌশলও হতে পারে।