প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

- আপডেট সময় : ০৭:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রোববার বিকেলে রাজধানীর বারিধারায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে চলমান প্রশাসনিক ব্যবস্থা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সমন্বয় এবং নির্বাচনপূর্ব নানা প্রস্তুতি নিয়েই দুই বিশিষ্ট ব্যক্তির মধ্যে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
বৈঠকটি ছিল ঘরোয়া পরিবেশে এবং প্রায় এক ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা ও প্রধান বিচারপতির ব্যক্তিগত সচিব।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলেনি। তবে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “দেশের স্থিতিশীলতা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বিষয়ে প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি গুরুত্ব দিয়েছেন।”
উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই প্রেক্ষাপটে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে বলে বিশ্লেষকরা মনে করছেন।