সিলেটের সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা, আটক ১৫৩ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
সিলেটের তিনটি সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষী। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি
শনিবার গভীর রাত থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত তাদেরকে পুশ ইন করা হয়। এদের মধ্যে বিয়ানীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পাঠানোন হয়।বিজিবি জানায়, গতকাল দিবাগিত রাত আড়াইটার থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।