আওয়ামী লীগ ভাবছে ঝোপ বুঝে কোপ দিবে: মুশফিকুল ফজল

- আপডেট সময় : ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী বলেছেন, “বাংলাদেশের মানুষ যে অধিকার ফিরে পেয়েছে, সেই অধিকারের ওপর দাঁড়িয়ে মানুষ সঠিক গন্তব্যের পথে এগোবে।”
রাষ্ট্রদূত আনসারী আরও বলেন, “বাংলাদেশের মানুষ যখন তার অধিকারের প্রশ্নে জেগেছে, যখন গুম-খুনের শিকার হয়েছে, তখন যে পলাতক শ্রেণির লোকেরা রয়েছেন, তারা যদি ভাবেন এখন বুঝি সুযোগ এসেছে, ঝোপ বুঝে কোপ মারতে পারবে— তবে তারা ভুল করছেন। এ দেশে এমন আর হবে না।”
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম আজ আর থেমে নেই। “জনগণের জাগরণ, অধিকারবোধ ও রাজনৈতিক সচেতনতা এ দেশের ভিত্তিকে আরও দৃঢ় করেছে,” বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির পটভূমিতে রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীর এমন বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তিনি মনে করেন, জনসম্পৃক্ততা ও ন্যায়ের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থায় ষড়যন্ত্র বা পেছন থেকে আঘাত হানার সুযোগ নেই।
এ সময় তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।