বিতর্কিত কর্মকাণ্ডে সরকারের গ্রহণযোগ্যতা হারাচ্ছে: নুরুল হক নুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বিতর্কিত কর্মকান্ডে সরকারের গ্রহণযোগ্যতা হারাচ্ছে, শুরুতে সব দল সমর্থন দিলেও, এখন সরকার প্রশ্নবিদ্ধ। এমন দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসময়ে উত্তরের প্রসাশক এজাজের অপসারণ না হলে যমুনা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেয় গণ অধিকার পরিষদ।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে গণঅধিকার পরিষদ, এসময় নুরুল হক নুর বলেন সরকারের উপদেষ্টা থেকে এনসিপির সমর্থন উপদেষ্টার পদত্যাগ না করে,সিনিয়র উপদেষ্টাদের পদত্যাগ দাবি অযোক্তিক। নির্বাচন পিছানোর জন্যই, নির্বাচন কমিশন ঘেরাও করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসময়ে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণপরিষদ দাবি করেন টাকার বিনিয়মেই নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহররির নেতা উত্তরের প্রসাশক পদে নিয়োগ পেয়েছে।