ভারতের নিষেধাজ্ঞার কোন প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে

- আপডেট সময় : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোষাক, সুতা, ফুডস ফ্লেইভারস, পিভিসিসহ বেশ কয়েকটি পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার কোন প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক লেনদেন হচ্ছে দেশের একমাত্র চতুর্দেশীয় এ স্থলবন্দরটিতে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত, ভুটান ও নেপালে পণ্য আমদানি রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কোন নেতিবাচক প্রভাব নেই।
পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান বাংলাদেশে পাথর, মসুর ডাল, পশুখাদ্যসহ বেশকিছু পণ্য রপ্তানি করে। প্রায় সব পণ্যই স্বাভাবিক ভাবে আমদানি-রপ্তানি হচ্ছে। শুধু ভারতীয় পাথরের মান ও দরদাম সমস্যার কারণে কয়েকদিন ধরে পাথর আমদানি বন্ধ রেখেছে এদেশের আমদানিকারকরা।
বন্দরে কর্মরত শ্রমিকরা বলছেন, নেপাল ও ভুটান থেকে পণ্য এলেও ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় কাজ কমেছে।
বন্দরের আমদানিকারকেরা বলছেন, ভারতের পাথরের মান অনুযায়ী দাম বেশি হওয়ায় আপাতত আমদানি বন্ধ রেখেছন।
আর বন্দরের ব্যবস্থাপক বলছেন, ভারতীয় নিষেধাজ্ঞার কোন নেতিবাচক প্রভাব বন্দরে পড়েনি। পাথরের দরদাম নিয়ে চলমান সমস্যা দু’একদিনে কেটে যাবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ভারত, ভুটান ও নেপাল থেকে ১’শ ৮ টি ট্রাকে পাথর, চিটাগুড় ও আদা বন্দরে প্রবেশ করেছে। এসময় বাংলাদেশ থেকে ভারতে ৭ ট্রাক কটন রেক্স ও পলেস্টার প্যাট এবং নেপালে ২৮ ট্রাক আলু, রেফ্রিজেটর, পাট ও পাটজাতীয় পণ্য রপ্তানি করা হয়েছে।