বেনাপোলে আটকে গেছে গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬ ট্রাক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৭০৭ বার পড়া হয়েছে
বেনাপোলে আটকে গেছে ৩৬টি গার্মেন্টস পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বন্দরদিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তৈরি পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।
এরপর থেকে পণ্যবোঝাই এসব ট্রাক সেখানে আটকে আছে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াড়িং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। যেসব পণ্যের এলসি/টিটি ইতিমধ্যে হয়ে গেছে। সব পণ্য যাতে আমদানি করা যায় তার জন্য কাস্টমসে আলোচনা চলছে। বেনাপোলের কয়েকজন রপ্তানিকারক জানান, স্থলপথে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে কার্যত ভারতের সঙ্গে রপ্তানি বন্ধ হয়ে যাবে।






















