কিশোরগঞ্জে বোরো ধান বিক্রি করে লোকসানে চাষীরা

- আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৫১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে চলতি মৌসুমে বোরো ধান উৎপাদন হয়েছে ১১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য চার হাজার কোটি টাকারও উপরে। সরকার ৩৬ টাকা কেজি দরে ক্রয় করবে মাত্র ১২ হাজার ৪ শত ৮৯ মেট্রিক টন। বাকি ধান প্রতি কেজি ৩০ টাকারও কম দরে বাজারে বিক্রি করে লোকসানে চাষীরা। তাই, সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানোসহ বাজার মনিটরিংয়ের দাবি কৃষকদের। বোরো ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের।
চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় আবাদ হওয়া এক লাখ আটষট্টি হাজার একশত পনেরো হেক্টর জমির বোরো ধান কাটা শতভাগ শেষ হয়েছে। এখন চলছে ধান রোদে শুকিয়ে ঘরে তোলার কাজ। কৃষি বিভাগের তথ্যমতে, এবার আবহাওয়া অনুকুলে থাকায় বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তবে, বাজারে ধানের দাম কম থাকায় ফলন ভাল হওয়ার পরেও হাসি নেই কৃষকের মুখে।
জেলায় মোট উৎপাদনের দশ শতাংশ ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাকী নব্বই শতাংশ বাজারে বিক্রয় করতে গিয়ে নানা ফাঁদে পড়ছে কৃষক। তাই, সরকারের পক্ষ থেকে ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ানোসহ ধানের বাজার মনিটরিংয়ের দাবি কৃষকদের।
ধানের ন্যায্য দাম নিশ্চিতের আশ্বাস জেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসকের।
জেলায় গেলো বোরো মৌসুমে সরকারিভাবে ৩২ টাকা কেজি দরে বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিলো ২১ হাজার ৮৬৫ মেট্রিকটন। নির্ধারিত মেয়াদ শেষে সংগ্রহ করা হয়েছিলো ১০ হাজার ৪০৩ মেট্রিক টন।