রাজনৈতিক নয়, শৃঙ্খলাভঙ্গের দায়েই ২৫০ এসআইকে অব্যাহতি : স্বরাষ্ট্র উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১৭৯১ বার পড়া হয়েছে
রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন নিয়োগের মাধ্যমে এ সংখ্যা পূরণ করা হবে বলেও জানান তিনি।
সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃংখলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। যেকোন দাবির বিষয়ে সরকার যে কমিটি করেছে, সে কমিটির সাথে আলোচনা করতে হবে। রাজিনৈতিক কর্মসূচি শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করতে অনুরোধ জানানো হয় সভায়। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারো কোনো অপরাধে জড়িয়ে গেলে ব্যবস্থা নেয়া হবে কথাও আলোচনায় আসে।



















