নিয়োগ বিতর্কের জেরে সিলেটে পিপির অফিসে আইনজীবীদের তালা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৮৮২ বার পড়া হয়েছে
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে পিপি নিয়োগকে কেন্দ্র করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির অফিসে তালা দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
সকালে আইনজীবী ফোরামের নেতারা প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান, পরে জেলা জজ আদালতের পিপি এটিএম ফয়েজের কক্ষে তালা দেন।এ সময় আইনজীবীরা বলেন, পতিত আওয়ামী লীগ সরাকারের এজেন্ডা বাস্তবায়নের যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই পিপি পদে নিয়োগ পেয়েছেন। আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিলো না। দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা ।