আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এলডিপির

- আপডেট সময় : ০৯:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১৮১৩ বার পড়া হয়েছে
সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এই দফায় গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেন। সংলাপে অংশ নিয়ে গণফোরাম নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু নির্বাচনের আহবান জানিয়ে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, নির্বাচনী ব্যবস্থা সংস্কারসহ বেশ কিছু পরমার্শ দেন। আর, গণগত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়ার দাবি জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, দ্রুত নির্বাচনের পাশাপাশি প্রশাসন ও বিচার বিভাগে ব্যাপক সংস্কার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানান।