আধিপত্যে বিস্তারে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দিনভর গোলাগুলি

- আপডেট সময় : ১১:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / ১৮২৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দিনভর গোলাগুলির ঘটনা ঘটেছে দুটি পক্ষের মধ্যে। এতে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার উখিয়ার ১৪ এবং ১৫ নম্বর ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হন। তবে কোন দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে, তা জানা যায়নি। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে ক্যাম্পে নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসা। বিভিন্ন ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে আরসা প্রায়ই আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন-আরএসও’র সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। গতকাল দিনভর সংঘর্ষে দুই পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে ক্যাম্পে। এতে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।