দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির মত ঘটনায় অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না : দুলু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:৪৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
 - / ১৯৯৬ বার পড়া হয়েছে
 
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, জমি বা ফ্যাক্টরী দখলের মত ঘটনায় অভিযুক্তদেরে কোন ছাড় দেওয়া হবে না। বলেন, বিএনপি কোন অন্যায় কাজ করে না, প্রশ্রয়ও দিবে না।
তিনি বুধবার বিকেলে গুরুদাসপুর উপজেলা বিএনপি আয়োজিত নাজিরপুর স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, গুরুদাসপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ। সভা শেষে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
																			
																		














