নিউ ইয়র্কে ড.ইউনূস-বাইডেন বৈঠক আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আজ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে।
দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা ও নিউইয়র্কের একাধিক সূত্র জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক হবে। গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস সোমবার রাতে নিউইয়র্কে পৌঁছেন।