রাষ্ট্র সংস্কার করলে আ’লীগ ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না : ফারুক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৫১৩২ বার পড়া হয়েছে
সঠিক পথে রাষ্ট্র সংস্কার করলে আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
সকালে, জাতীয় প্রেসক্লাবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘অর্ন্তবতীকালীন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। ফারুক জানান, অতীত কার্যকলাপে ব্যাপক হত্যাযজ্ঞ ও দুর্নীতি প্রমানিত হওয়ায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ১৬ বছর বাংলাদেশকে হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান তছনছ করে দিয়ে গেছেন। অচিরেই অন্তবর্তীকালীন সরকার নির্বাচন দেবে বলেও আশা ব্যক্ত করেন জয়নাল আবেদীন ফারুক।























