শেরপুরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ২৫৪০ বার পড়া হয়েছে
এদিকে..আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দশ জন আহত হয়েছেন।
শেরপুর শহরের গৌরীপুর ও খোয়ারপাড় এলাকাবাসীর মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সোমবার বিকেল থেকে দফার দফায় সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় মিজানুর রহমান নামে একজনের নিহতের খবর ছড়িয়ে গেলে দুই এলাকায় মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হন। সংঘর্ষের সময় পাঁচটি দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে পুলিশ।