গণভবনকে জাদুঘর বানানো হবে : নাহিদ ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
সকালে গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়ক আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে আসল ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে ধরে রাখতেইর গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বাস্তবায়নে ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকালের মধ্যেই কমিটি গঠনের আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
























