স্বার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি : আমীর খসরু

- আপডেট সময় : ০২:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ২২৬৭ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি। ক্ষমতায় গেলে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি থেকে শুরু করে সকল দুর্নীতির তদন্ত করা হবে বলেও জানান তিনি।
সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। প্রায় পৌনে এক ঘন্টার বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ
নেন। দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, রাশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার প্রসার নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে কবে সংসদ নির্বাচন হতে পারে, রাশিয়া তা জানতে চাইলে আমীর খসরু বলেন, অন্তবর্তী সরকারকে সমর্থন দিয়ে কাজ করছে বিএনপি।