নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতার মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন আনু নামে সাবেক যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে, মেয়ে স্বজনসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতরাতে শহরের মাসদাইর এলাকার একটি ফ্ল্যাট বাসার লিফটের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। ফতুল্লা থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


















