আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গড়া সংবিধান বাতিলের দাবি ফরহাদ মজহারের

- আপডেট সময় : ০৯:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ১৭৭২ বার পড়া হয়েছে
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গড়া সংবিধান বাতিল করার দাবি জানিয়েছেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার।
জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন- ‘স্বদেশ’ আয়োজিত সব হত্যাকাণ্ডের বিচার চাই শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সংবিধান করেছে, তার অধীনেই সবাই শপথ নিয়েছেন। জনগণ ফ্যাসিস্ট চায় না। ছাত্র-জনতার আন্দোলনকে বিপ্লব আখ্যায়িত করে তাদের অভিবাদন জানিয়ে ফরহাদ মজহার বলেন, এটা ছিল জনগণের অভিপ্রায় কায়েম করার লড়াই। কিন্তু এখনো হাসিনা শক্তির বলয় মোকাবিলা করতে হবে। তিনি বলেন, এখন রাষ্ট্র সংস্কারের চেয়ে রাষ্ট্র গঠনের জায়গায় নজর দিতে হবে। দ্রুত বিচারের চেয়ে ন্যায়বিচার যেন হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাই দ্রুত বিচার চান, কিন্তু ‘দ্রুত’ শব্দটা বিপজ্জনক। দ্রুত বিচারের চেয়ে বেশি প্রয়োজন ন্যায়বিচার চাওয়া।