৮ দফা দাবিতে নাটোর বিআরটিএ কার্যালয় ঘেরাও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ১৮৮৯ বার পড়া হয়েছে
দালাল ও ঘুষ প্রথা বাদসহ ৮ দফা দাবিতে নাটোর রোডস্ ট্রান্সপোর্ট অথরিটির কর্মকর্তাদের ঘেরাও করে শিক্ষার্থীরা।
সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই ঘেরাও কর্মসুচি পালন করে। পাঁচটি দাবি মেনে নিয়ে বাকি তিনটি উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিআরটিএ-র সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, আটটি দাবি নিয়ে ছাত্র সমাজ বিআরটিএ কার্যালয়ে আসেন। সহকারী পরিচালকের সাথে আলোচনায় বসলে তিনি পাঁচটি দাবি মেনে নেন। বাকি তিনটি দাবি সাত কর্ম দিবসের সময় নিয়েছেন তিনি।
























