ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরো বলেন, শুধু ভুয়া মুক্তিযোদ্ধাই নয়–জাল সার্টিফিকেট ব্যবহার করে যারা সুবিধা আদায় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পরে কোতোয়ালি থানাসহ বিক্ষুব্ধ জনতার হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন। থানাগুলো দ্রুত সচল করতে সবার সহযোগিতাও চান তিনি। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সিএমপি কমিশনার সাইফুল ইসলামসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।