পোশাক ফেরত চান চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বিগত আওয়ামী সরকারের আমলে নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রাজধানীর ফুলবাড়িয়া পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধনে এ দাবি জানান তারা। তাদের দাবি- ভিন্ন মতাবলম্বী অনেক পুলিশ সদস্যের নামে মাদক সেবনের মিথ্যা অভিযোগ দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। মানববন্ধন শেষে পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলামের কাছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের দাবিদাওয়া তুলে ধরেন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেন তারা।